More

    বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

    অবশ্যই পরুন

    বেপরোয়াগতির মোটরসাইকেলের ধাক্কায় রতন দাস (৬০) নামের এক বৃদ্ধ পথচারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজন গুরুত্বর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বাসষ্ট্যান্ডে। নিহত রতন দাস পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার শোলক গ্রামের মৃত ভদ্দর দাসের ছেলে। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, রাস্তা পারাপারের সময় বেপরোয়াগতির মোটরসাইকেলের ধাক্কায় ওই বৃদ্ধ এবং মোটরসাইকেল আরোহী দুইজন গুরুত্বর আহত হয়।

    আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতে বৃদ্ধ রতন দাস মারা যায়। ওসি আরও বলেন, দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অবৈধ দখলমুক্ত হওয়ার পরে প্রাণ ফিরে পেয়েছে বরিশাল বেল’স পার্ক

    নগর প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে শনিবার রাতভর বরিশাল মহানগরীর শ্রান্তি–বিনোদনের প্রাণকেন্দ্র বেল’স পার্ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ফলে...