More

    বরিশালে দুই বাসের সংঘর্ষে আহত ৬

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার বার্থী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

    গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব-অফিসার মো. মাহবুব হোসেন বলেন, ‘‘বরিশালগামী যমুনা লাইন পরিবহনের একটি বাসে সঙ্গে মাদারীপুরগামী লোকাল একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

    এতে দুই বাসের ছয়জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এর মধ্যে, ৪ জন পুরুষ ও ২ নারী রয়েছে।’’

    গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান বলেন, ‘‘দুর্ঘটনাকবলিত বাস দুটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...