More

    ভান্ডারিয়ায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় গুরুতর আহত অটোরিকশাচালক

    অবশ্যই পরুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. মানিক হাওলাদার (৪২)। রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুর অনুমান ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে ভান্ডারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, মানিক হাওলাদার প্রধান সড়কের পাশে যাত্রীসঙ্গে কথা বলছিলেন। এসময় পিছন দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক (ঢাকা মেট্রো-উ ১১-৪৭৪৯) একটি অটোরিকশাকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে জোরে আঘাত করে। এতে অটোরিকশাচালক মানিক হাওলাদার শরীরের একাধিক স্থানে গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

    দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে জনতা কলেজ মোড়ে ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

    এদিকে স্থানীয়দের অভিযোগ, ভান্ডারিয়া সড়কে দিনদিন বেপরোয়া গতির যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা ঘটছে প্রায়ই। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে পিরোজপুর পৌরসভার একমাত্র...