More

    বাউফলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু ক্যাম্প

    অবশ্যই পরুন

    অনলাইন ডেস্ক: পটুয়াখালীর বাউফলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টম্বর) উপজেলার নাজিপুর ইউনিয়নের বড় ডালিমা দাখিল মাদ্রাসায় এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের সহযোগিতায় ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যাক্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এবং রাইটস এন্ড সাইট চিলড্রেন (আরএসসি) এ ক্যাম্পের আয়োজন করেছেন।

    বিনামূল্যে চিকিৎসা নিতে আসা নরুজাহান বেগম (৪৫), জলিল হাওলাদার (৬০) ও জেসমিন নাহার (২৩) বলেন, আমাদের চোখের সমস্যা দেখাতে আসছি। তারা (চিকিৎসক) পরীক্ষা- নিরীক্ষা করে আমাদের বিনামূল্যে ওষুধ ও চশমা দিয়েছেন।

    আরএসসির প্রোগ্রামার ম্যানেজার রোমেল নাসের জানান, ২০১৮ সাল থেকে সারাদেশে এমন ক্যাম্প করে সুবিধাবঞ্চিত যেসব মানুষ অর্থের অভাবে চোখের চিকিৎসা, ওষুধ, চশমা ও ছানি অপারেশন খরচ বহন করতে পারেন না, তাদের আমরা সম্পূর্ণ বিনামূল্যে এসব চিকিৎসা সেবা দিয়ে থাকি। মঙ্গলবার বড় ডালিমা মাদ্রাসা ক্যাম্পে ইসপাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউটের ৮ সদস্যের একটি মেডিকেল টিম চিকিৎসা সেবা দিয়েছেন।

    সারাদিনে ৬৭২জন অসহায় মানুষ সেবা নিয়েছেন। যার মধ্যে ৭৩ জনের ছানি রোগী রয়েছে। যাদের অপারেশন করা হবে। বাকিদের বিনামূল্যে চশমা ও ওষুধ প্রদান করা হয়েছে। বিনামূল্যে চক্ষু ক্যাম্পের চিকিৎসক মো. ইমাম রাখিব বলেন, অর্থের অভাবে যেনো কোনো মানুষ অন্ধ হয়ে না যায়।

    সেকারণেই এ চক্ষু ক্যাম্পের আয়োজন। আমরা চিকিৎসকরা সারাদিন সুবিধাবঞ্চিত মানুষদের চিকিৎসা দিয়েছি। যাদের চোখের ছানি পড়েছে তাদের বরিশালে নিয়ে অপারেশন করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালে ২৬ চিকিৎসক সংবর্ধিত

    ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে চেম্বারকৃত ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসককে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৭ জানুয়ারী শনিবার দুপুর দুইটায় নগরীর সদর...