মো.নাসির উদ্দিন ফকির লিটন কালকিনি প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, কালকিনি থানা অফিসার ইনচার্জ কে,এম সোহেল রানা, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামাপ্রসাদ পাল মিন্টু সাধারণ সম্পাদক প্রমথ মন্ডল সহ অনন্য কর্মকর্তার সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যান কমিটির নেতৃবৃন্দের, জনপ্রতিনিধিদের এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া বিদ্যুৎ, নিরাপত্তা, স্যানিটেশনসহ অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট বিভাগসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, “দুর্গাপূজা একটি বৃহৎ ধর্মীয় উৎসব। এই উৎসব যাতে সুষ্ঠু, সুন্দর ও নির্ভার পরিবেশে উদ্যাপন হয়, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হবে।