নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুর উপজেলার চালীতাবাড়ী গ্রামের প্রবাসী শামীম হাসান বেপারীর স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্তাক্ত করার অভিযোগ উঠেছে একই গ্রামের লতিফ বেপারীর ছেলে মোহাম্মদ বেপারীর বিরুদ্ধে।
এ ঘটনার প্রতিবাদ করায় স্থানীয় আবু দাউদ বেপারীর স্ত্রী জাহানারা বেগমকে মারধরের অভিযোগ উঠেছে অভিযুক্ত মোহাম্মদ বেপারী ও একই গ্রামের জলিল বেপারীর ছেলে ইসরাফিল বেপারী ও ইব্রাহিম বেপারীর বিরুদ্ধে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শাখারীকাঠি ইউনিয়নের চালিতাবাড়ী গ্রামের প্রবাসী শামীম হাসান বেপারীর স্ত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব ও উত্তাক্ত করে আসছে একই গ্রামের লতিফ বেপারীর ছেলে মোহাম্মদ ব্যাপারী।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ওই প্রবাসীর স্ত্রী ঘরের দরজা খোলা রেখে তার ছাগলের বাচ্চা দেখতে বাইরে গেলে অভিযুক্ত মোহাম্মদ বেপারী ঘরে প্রবেশ করে লুকিয়ে থাকার চেষ্টা করলে ঘরে থাকা তার জা শারমিন (দেবরের স্ত্রী) দেখে ফেলে এবং অভিযুক্ত মোহাম্মদ বেপারীকে ঝাপটে ধরে ডাক চিৎকার দেয়। এসময় মোহাম্মদ বেপারী তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদ করায় মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শাখারীকাঠি ইউনিয়নের চালীতাবাড়ী গ্রামের আশ্রাব আলী মোল্লার দোকানের সামনে বসে স্থানীয় আবু দাউদ বেপারীর স্ত্রী জাহানারা বেগমকে লতিফ বেপারীর ছেলে মোহাম্মদ বেপারী (২০) এবং জলিল বেপারীর ছেলে ইসরাফিল বেপারী ও ইব্রাহিম বেপারী তাকে মারধর করেন।
এসময় স্থানীয় লোকজন ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা সাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি রাখেন। এ ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে অভিযুক্ত মোহাম্মদ বেপারী জানান,ওইদিন রাতে আমি দোকানের কাছে কেরামবোর্ড খেলে রাত দশটার সময় তাদের ঘরের সিরির কাছে দাঁড়িয়েছিলাম।আমি তাদের ঘরে ঢুকি নাই।আমার বিরুদ্ধে তাদের যে অভিযোগ তা মিথ্যা।
এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহামুদ আল ফরিদ ভূইয়া জানান, বিষয়টি শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তাদেরকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।