More

    পিরোজপুরে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী পুলিশ অফিসার এএসআই গিয়াস উদ্দিন

    অবশ্যই পরুন

    নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর থানার সরকারি উপ পুলিশ পরিদর্শক (এএসআই) মোঃ গিয়াস উদ্দিন আগস্ট ২০২৫ মাসে জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার (এসপি) খাঁন মুহাম্মদ আবু নাসের তার হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।

    এএসআই গিয়াস উদ্দিন নাজিরপুর থানায় দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। নিয়মিত অভিযান পরিচালনা করে তিনি সংখ্যক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার এবং গুরুত্বপূর্ণ ওয়ারেন্ট তামিল করেছেন। এএসআই গিয়াস উদ্দিন এ স্বীকৃতির জন্য জেলা পুলিশ প্রশাসন ও পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,এই সম্মান আমাকে আরও বেশি দায়িত্বশীল করেছে।

    পুলিশ সুপার স্যারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করা আমার জন্য এক বড় অনুপ্রেরণা। আমি বিশ্বাস করি, সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমেই যেকোনো দায়িত্ব সফলভাবে সম্পন্ন করা সম্ভব। ওসি স্যারের নির্দেশনা এবং আমার সহকর্মীরা সবসময় পাশে ছিলেন, তাদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না। আমি ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই, যেন সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই...