বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এবং জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশরাফুল আলম খাঁন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আলমগীর হোসেন, কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা, ইউনিট লেভেল অফিসার এবং যুব সদস্যরা। সভায় ইউনিটের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে স্থানীয় পর্যায়ে মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করা, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি এবং যুব কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
উপস্থিত সদস্যরা পিরোজপুর ইউনিটের কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল আলম খাঁন সবার সহযোগিতা কামনা করে বলেন, “রেড ক্রিসেন্ট সোসাইটি মানুষের কল্যাণে কাজ করে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় পিরোজপুর ইউনিটের কার্যক্রম আরও সাফল্য লাভ করবে।”