রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকালে বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতুর্জার রহমান মানিক ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা কাজী হারুন অর রশিদ স্বাক্ষরিত এক পত্রে বীর মুক্তিযোদ্ধা আইনুল হককে আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালেককে যুগ্ম আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা সুলতান হোসেনকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট বানারীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির অন্যরা হলেন সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহাবউদ্দিন মিয়া,বীর মুক্তিযোদ্ধা শাহ আলম সরদার,বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার ও বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান।
এদিকে ৭১” র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের এ কমিটিকে বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক ও বানারীপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান চোকদার,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর সহিদুল ইসলাম,
বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বরিশাল জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম শাহিন ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিডারসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।