মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডার চর এলাকা থেকে সরদার শাফায়েত ইভান (১৯) নামে এক এজাহারভুক্ত ১নং আসামিকে গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ।
তার বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় কালকিনি থানায় দায়েরকৃত মামলা নং-১২, তারিখ ২৪/০৯/২০২৫ অনুযায়ী গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বাড়ি সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডার চর এলাকায়। তিনি আব্দুল হান্নানের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিকে আজ (২৪ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।