More

    তোফায়েল আহমেদের ভাতিজা সাবেক চেয়ারম্যান স্বপন ঢাকায় গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাতিজা ও সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে (৫৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকায় তার বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনের ২০০৯-এর অধীনে শাহজাহানপুর থানায় একটি মামলা রয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাবশালী নেতার ভাতিজা হওয়ায় দীর্ঘ ১৭ বছরের শাসনামলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে চর দখল, জমি দখল, নদী দখল, মৎস্য ঘের দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে একটি প্রভাবশালী সাম্রাজ্য গড়ে তুলেছিলেন স্বপন।

    ৫ আগস্টের পরে সে এলাকা ছেড়ে পালিয়ে যান তিনি। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে খুঁজছিল। অবশেষে আধুনিক প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ডিবির একটি চৌকস টিম সফল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

    গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সাংবাদিক শরীফ মো. ফায়েজুল কবীরকে সংবর্ধনা প্রদান

    নিজস্ব সংবাদদাতা: জাতীয় সাংবাদিক সংস্থা, মাদারীপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো ত্রৈমাসিক আলোচনা সভা ও এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান।...