নিজস্ব সংবাদদাতা: জাতীয় সাংবাদিক সংস্থা, মাদারীপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো ত্রৈমাসিক আলোচনা সভা ও এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জনাব শরীফ মো. ফায়েজুল কবীরকে সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব (অর্গানাইজিং সেক্রেটারী) পদে নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।
এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুল আলম, উপ-সচিব, স্থানীয় সরকার বিভাগ এবং পৌর প্রশাসক, মাদারীপুর। অনুষ্ঠানে মাদারীপুর জেলা শাখা জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত থেকে তাকে সম্মাননা জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “জনাব ফায়েজুল কবীরের নিরলস পরিশ্রম, দক্ষতা ও নেতৃত্বগুণ জাতীয় সাংবাদিক সংস্থাকে আরো গতিশীল করবে এবং সাংবাদিকতা পেশার মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” অনুষ্ঠানটি মাদারীপুর পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এবং তা ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও বর্ণাঢ্য।