More

    কালকিনি আড়িয়াল খা নদী ভাঙ্গনে নিঃস্ব শতাধিক পরিবার, মানববন্ধনে ভাঙ্গন রোধের দাবি

    অবশ্যই পরুন

    মো.নাসির উদ্দিন ফকির লিটন, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের নতুন চরদৌলত খা গ্রামে আড়িয়াল খা নদীর ভয়াবহ ভাঙ্গনে গত তিন মাসে নিঃস্ব হয়ে পড়েছে শতাধিক পরিবার। ফসলি জমি, ঘরবাড়ি এমনকি কবরস্থান পর্যন্ত বিলীন হয়ে গেছে নদীর গর্ভে।

    ৬৫ বছর বয়সী ময়না বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “মোগো সব কিছু নদী নিয়ে গেছে। এখন মোগো ঘর নাই, জায়গা নাই, স্বামীর কবর পর্যন্ত নদী কেড়ে নিছে।” তার মতো শতশত মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন।
    স্থানীয়দের অভিযোগ, নদীর তাণ্ডবে কালাম খা,

    আবদুর রব বেপারী, নুরুল ইসলাম, শাজাহান বেপারী, মাসুদ বেপারীসহ বহু পরিবারের জমি ও বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। বর্তমানে ভাঙ্গনের হুমকিতে রয়েছে স্থানীয় পাকা সড়ক, খানবাড়ি মাদ্রাসা, ৪৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন চরদৌলত খা জামে মসজিদসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা।

    ভবিষ্যৎ ভাঙ্গনের শঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন দিদার সরদার, ফারুক সরদার, মহাশিন সরদার, কুলসুম বেগম, সালেহা খানমসহ অর্ধশতাধিক পরিবার।

    নদী ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপের দাবিতে বুধবার দুপুরে স্থানীয়রা নদীর পাড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। সেখানে বক্তব্য রাখেন আকাঈদ, মোজাফর, নেয়ামত উল্লাহ, আজিজসহ অনেকে।

    সিডিখান ইউপি চেয়ারম্যান চাঁনমিয়া শিকদার জানান, “নদী ভাঙ্গন রোধে বহুবার প্রশাসনকে বলেছি, কিন্তু কার্যকর ব্যবস্থা এখনও দেখা যায়নি।”

    এ বিষয়ে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের বলেন, “ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফীন জানান, “নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের দ্রুত সহায়তা প্রদান করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে পন্ড

    পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ঝুমুর আক্তার (১৫) নামের ৮ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী। উপজেলা নির্বাহী...