কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে অনুষ্ঠিত ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমী। বিভিন্ন ইভেন্টে একাধিকবার চ্যাম্পিয়ন হয়ে প্রতিষ্ঠানটি এবারের প্রতিযোগিতার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
২৩ ও ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। ছেলেদের খেলা অনুষ্ঠিত হয় কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং মেয়েদের খেলা কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে। প্রতিযোগিতায় মোট ১৪টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়।
এর মধ্যে সৈয়দ আবুল হোসেন একাডেমী নিম্নলিখিত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়: ফুটবল (বালিকা কাবাডি (বালক) দাবা (বালিকা বড়, বালিকা মধ্যম ও বালক মধ্যম) এছাড়া কাবাডি (বালিকা) ও হ্যান্ডবল (বালক) বিভাগে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে প্রতিষ্ঠানটি।
পাশাপাশি সাঁতার প্রতিযোগিতায় আরও ৫টি বিষয়ে পুরস্কার লাভ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান ও উপজেলা আইসিটি অফিসার আরিফুল ইসলাম। বিজয়ীদের হাতে তারা পুরস্কার তুলে দেন।
আজ বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক আনন্দঘন ফটোসেশন অনুষ্ঠিত হয়। শিক্ষক-শিক্ষিকারা এই আনন্দঘন মুহূর্তে অংশ নিয়ে বিজয়ীদের অভিনন্দন জানান।