More

    বঙ্গোপসাগরে লঘুচাপ, সারাদেশে পাঁচ দিনের বৃষ্টি সম্ভাবনা

    অবশ্যই পরুন

    বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এখন সুস্পষ্ট আকার ধারণ করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর প্রভাবে আগামী পাঁচ দিন সারাদেশে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়বে। বিশেষ করে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

    পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপটি বর্তমানে উড়িষ্যা-অন্ধ্র উপকূলের কাছে অবস্থান করছে এবং আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত হওয়ায় বাংলাদেশের ওপরও এর প্রভাব পড়ছে।

    আজ (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে –

    রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টি।

    খুলনা, বরিশাল ও চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

    দিনের তাপমাত্রা সামান্য কমবে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

    আগামী দিনগুলোর পূর্বাভাস –

    শনিবার (২৭ সেপ্টেম্বর): ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঢাকাসহ রংপুর ও রাজশাহীতে দু-এক জায়গায় বৃষ্টি।

    রোববার (২৮ সেপ্টেম্বর) ও সোমবার (২৯ সেপ্টেম্বর): চট্টগ্রাম ও সিলেটের বেশ কিছু জায়গায় বজ্রবৃষ্টি, অন্য অঞ্চলে দু-এক জায়গায় বৃষ্টি।

    মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর): সারাদেশে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।

    আবহাওয়া অফিস সতর্ক করেছে, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ এবং সমুদ্র উপকূলে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

    বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোঃ রমজান (২০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।...