মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুররের ডাসারে তারেক রহমানের নির্দেশে শারদীয় দুর্গোৎসবের শেষ দিন পর্যন্ত প্রতিটি পূজামণ্ডপে বিএনপির নেতা-কর্মীরা পাহারা দেবেন বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান তালুকদার খোকন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) মাদারীপুরের ডাসারে ৪২টি পূজামণ্ডপে উপহার সামগ্রী বিতরণকালে তিনি বলেন, “সুখে-দুঃখে সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবেন।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে নতুন বাংলাদেশে হিন্দু-মুসলমানসহ সব ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার ভোগ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির নেতারা।