More

    বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা

    অবশ্যই পরুন

    বরিশালে ১৩ বছর বয়সি গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে জানিয়েছে তার পরিবার। অভিযুক্তরা হলেন-শহরের নবগ্রাম রোড ২২ নম্বর ওয়ার্ডের বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং হাউজিং এলাকার বাসিন্দা মহসিন খান বাশার ও তার চাচাতো ভাই শাহিন ওরফে ঝিনুক।

    মঙ্গলবার ঘটনাটি জানাজানি হলে রাতেই বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা থেকে একদল পুলিশ কিশোরীটিকে উদ্ধার করে। তবে এ সময় অভিযুক্ত দুই ভাইকে আটক করা সম্ভব হয়নি। তারা গা-ঢাকা দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    স্থানীয় সূত্র জানায়, বরিশাল বিএম কলেজ ছাত্রদলের সাবেক নেতা ও ‘খান বিল্ডার্স অ্যান্ড হাউজিং’-এর মালিক বাশারের বাসায় ওই কিশোরী গৃহকর্মীর কাজ করত। একইসঙ্গে বাশারের একটি ভাড়া বাসায় কিশোরীর ভাই ও ভাবী বসবাস করেন।

    ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, বাশার ও শাহিন বিভিন্ন সময়ে একাধিকবার তাকে ধর্ষণ করেন। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি ফাঁস হলে দুই ভাই তাকে ও তার পরিবারকে ভয়ভীতি দেখিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা চালান। তবে অভিযোগ অস্বীকার করে বাশার বলেন, এসব ষড়যন্ত্র।’ মেয়েটি নাকি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, কিন্তু আমাদের বাড়িতে কাজ নিয়েছে মাত্র তিন মাস আগে। ডিএনএ টেস্ট হলেই সব সত্য বেরিয়ে আসবে।

    তবে স্থানীয়দের দাবি, কিশোরীর অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই বাশার ঘটনাটি ধামাচাপা দিতে সাংবাদিক ও পুলিশসহ বিভিন্ন মহলে প্রভাব খাটানোর চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি ভুক্তভোগীর পরিবারকে বাসা থেকে উচ্ছেদেরও হুমকি দেওয়া হয়। কোতোয়ালি মডেল থানার দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কিশোরীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি চলছে। অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন।

    সূত্র: যুগান্তর

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিশ্বকাপে একতাই শক্তি জ্যোতি-মারুফাদের

    বাংলাদেশ নারী ক্রিকেট দলকে কিছুদিন আগেও এতটা উজ্জ্বল দেখায়নি। বিশ্বকাপে উন্নীত হতে বাছাই টুর্নামেন্ট খেলতে হয়েছে তাদের। সেখানেও সুতার...