More

    দুমকিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ প্রজনন মৌসুমে নদীজুড়ে চলছে মা ইলিশ নিধন

    অবশ্যই পরুন

    সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর দুমকিতে চলছে নির্বিঘ্নে মা–ইলিশ শিকার। প্রজনন মৌসুমে দিনরাত নদীতে চলছে শত শত জেলের অবাধ ইলিশ আহরণ। মৎস্য বিভাগের অভিযান চললেও থামানো যাচ্ছে না জেলেদের বেপরোয়া তৎপরতা।

    প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নদীতে চলছে চোর–পুলিশের লুকোচুরি খেলা। শুক্রবার সকালে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের বাহেরচর এলাকায় পায়রা–পাতাবুনিয়া নদীর মোহনায় দেখা যায়—অভিযান দলের সামনেই ট্রলারে জাল ফেলছে জেলেরা। অভিযান শুরু হতেই দ্রুতগামী ইঞ্জিনচালিত নৌকায় চেপে তীরে উঠে সাধারণ মানুষের ভিড়ে মিশে যায় তারা। জেলেদের তুলনায় প্রশাসনের টহল টিমের নৌযান অত্যন্ত ধীরগতির হওয়ায় জেলেদের ধরাছোঁয়া পর্যন্ত পাওয়া যায় না।

    প্রশাসন একদিকে গেলে আবার অন্যদিকে নেমে পড়ে জেলেরা। স্থানীয়দের দাবি, দুমকির পাঙ্গাশিয়া, রাজগঞ্জ, পশ্চিম লেবুখালী, আঙ্গারিয়া, বাহেরচর, জলিশা, চরগরবদি ও কলাগাছিয়া এলাকায় প্রতিদিন শতাধিক ট্রলারে মা–ইলিশ নিধন চলছে। এতে প্রজনন ব্যাহত হচ্ছে এবং ভবিষ্যতের ইলিশ সম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পর্যন্ত বিশেষ অভিযানে ৮টি নৌকা ও ১ লাখ ১৩ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

    ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ জন জেলেকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. এজাজুল হক। দুমকি উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অফিসার সাইফুল ইসলাম জানান, “প্রতিদিন দুটি টিম মৎস্য অফিস ও থানা পুলিশের যৌথ অভিযানে নামছে। তবুও জেলেরা কৌশলে সময় বদলে নদীতে নামে, ফলে অভিযান কার্যকর হচ্ছে না।

    ” স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু জেলে আগেভাগেই অভিযান দলের সময়সূচি জেনে ফাঁকি দিয়ে অন্য সময়ে মাছ ধরে নেয়। নিষিদ্ধ সময়ে বাজারে প্রকাশ্যে ইলিশ বিক্রি না হলেও গোপনে সংরক্ষণের অভিযোগও রয়েছে।

    মৎস্য বিভাগ জানিয়েছে, প্রজনন মৌসুমে অভিযান ও টহল আরও জোরদার করা হবে। তবে সংশ্লিষ্টদের মত, বিকল্প জীবিকার ব্যবস্থা না থাকায় অনেক জেলে জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে নদীতে নামছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল পটুয়াখালী সহ ১৭ জেলায় ঝড়ের আভাস

    ঢাকাসহ সারা দেশের ১৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে...