More

    আগৈলঝাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে টাইফয়েড টিকার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোর্শেদ সজিব।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল হক, শিক্ষক মাহামুদুল আলম মিঠু, মেডিকেল টেকনোলজি (ইপিআই) মোঃ শাহাত, স্বাস্থ্য সহকারী শেলী হক, মালা পাত্র প্রমুখ। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোর্শেদ সজিব জানান, এবার উপজেলার ৪১ হাজার ৪ শত ৪১ জনকে টিকা প্রদানের টার্গেট নেয়া হয়েছে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশুদের ১ ডোজ টিসিবি টিকা প্রদান করা হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই টিকা দেয়া হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অবৈধ জালে বিলীন হচ্ছে দেশীয় প্রজাতির মাছ

    উপকূলের জেলেরা যখন ট্রলার নিয়ে সমুদ্রে নামেন, তখন তাদের চোখে থাকে রোজগারের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন ধ্বংস করছে অবৈধ...