আগৈলঝাড়া প্রতিনিধিঃ “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন, উপজেলা একাডেমীক সুপারভাইজার প্রান কুমার ঘটক, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম শিপনসহ প্রমুখ।