আগৈলঝাড়া প্রতিনিধিঃ শিক্ষকদের দাবী—দাওয়া নিয়ে ঢাকায় আন্দোলনের সময় পুলিশের হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। গতকাল সোমবার সকাল থেকে শিক্ষকরা এই কর্মসূচী পালন করছেন।
শিক্ষার্থীরা স্কুলে আসলে তাদের কোন ক্লাস নেয়নি শিক্ষকরা। উপজেলা শিক্ষক সমিতির অফিস কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক ফারহানা আক্তারের সভাপতিত্বে কর্মবিরতির সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক হরিপদ সরকার,
পয়সা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান মিজান, বিএইচপি একাডেমীর শিক্ষক মাওলানা ফজলুল হক, আবুল কালাম আজাদ, টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মিয়াসহ প্রমুখ। এসময় বক্তারা শিক্ষকদের উপর হামলার তীব্র নিন্দা জানান।
অবিলম্বে তাদের দাবী মেনে নেওয়ারও দাবী জানান তারা।