More

    আগৈলঝাড়ায় গীর্জায় হামলা—সংঘর্ষে কলেজ ছাত্রী সহ আহত ৬ জন

    অবশ্যই পরুন

     আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব বিরোধের জের ধরে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের দুই পক্ষের মধ্যে হামলা— সংঘর্ষে কলেজ ছাত্রীসহ ৬জন আহত হয়েছে। গুরুতর আহত ২জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা গ্রামে খ্রিষ্টান ধর্মালম্বী প্রফুল্ল বৈদ্য ও সুমন মধুর মধ্যে পূর্ব বিরোধ চলে আসছিলো।

    এরই ধারাবাহিকতায় রোববার পশ্চিম বাগধা ব্যাপ্টিষ্ট চার্চ উপসনালয় সাপ্তাহিক প্রার্থনায় অংশগ্রহনরত অবস্থায় কথা কাটাকাটির একপর্যায় সুমন মধু ও আশীষ মধুর নেতৃত্বে ওই চার্চের সম্পাদক প্রফুল্ল বৈদ্য, সখরিয় মধু, সর্বানন্দ মধু, রিপন মধু, মার্থা মধু, কলেজ ছাত্রী ঝুমুর মধু আহত হয়।

    গুরুতর আহত প্রফুল্ল বৈদ্য ও সখরিয় মধুকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । এঘটনায় প্রফুল্ল বৈদ্য বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে রাস্তা না থাকায় আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘরই ফাঁকা

    পিরোজপুর জেলার কাউখালীতে আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘরে থাকছেন না ঘর বরাদ্দ পাওয়া ব্যক্তিরা। ঘরগুলো জড়াজীর্ণ অবস্থায় রয়েছে। ঘরে লোক...