আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব বিরোধের জের ধরে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের দুই পক্ষের মধ্যে হামলা— সংঘর্ষে কলেজ ছাত্রীসহ ৬জন আহত হয়েছে। গুরুতর আহত ২জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা গ্রামে খ্রিষ্টান ধর্মালম্বী প্রফুল্ল বৈদ্য ও সুমন মধুর মধ্যে পূর্ব বিরোধ চলে আসছিলো।
এরই ধারাবাহিকতায় রোববার পশ্চিম বাগধা ব্যাপ্টিষ্ট চার্চ উপসনালয় সাপ্তাহিক প্রার্থনায় অংশগ্রহনরত অবস্থায় কথা কাটাকাটির একপর্যায় সুমন মধু ও আশীষ মধুর নেতৃত্বে ওই চার্চের সম্পাদক প্রফুল্ল বৈদ্য, সখরিয় মধু, সর্বানন্দ মধু, রিপন মধু, মার্থা মধু, কলেজ ছাত্রী ঝুমুর মধু আহত হয়।
গুরুতর আহত প্রফুল্ল বৈদ্য ও সখরিয় মধুকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । এঘটনায় প্রফুল্ল বৈদ্য বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।