একযুগ ধরে ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নে করিম-দম্পতি। এবার তাদের সেই দুঃখ-দুর্দশার অবসান ঘটতে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পরিবারটি এক সপ্তাহের মধ্যে পাচ্ছেন নতুন ঘর। রোববার (১২ অক্টোবর) বিকেলে ওই ইউনিয়নে ৫নং ওয়ার্ড নয়াকান্দা এলাকায় সরেজমিনে ওই ঝুপড়ি ঘরে যান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মেহেন্দিগঞ্জের সন্তান রাজিব আহসান।
তিনি পরিবারটির সাথে সাক্ষাৎ করে খোঁজখবর নেন। জানা যায়, কখনো খেয়ে কখনো না খেয়ে বা আধা পেট খেয়ে অন্যের দেওয়া মাত্র পাঁচ শতক জমিতে খড় ও পলিথিনের ঝুপড়ি ঘরে বাস করেন করিম ফকির দম্পতি ও তাদের ৬ সন্তান। করিম ফকির পেশায় একজন জেলে। নদীতে ভাগিদারদের সাথে ইলিশ শিকার করে সংসার কোনোরকম চলে। তবে অসুস্থ শরীর নিয়ে নিয়মিত নদীতে যেতে পারেন না। আয় রোজগার কম থাকায় এখন মানবেতর জীবন যাপন করছে পরিবারটি।
পাচ শতক জায়গার ওপরে চেড়াচটি ও পলিথিনের ঝুপড়ি ঘর বানিয়ে চলছে জীবনযাপন। বৃষ্টি হলেই ভিজে যাচ্ছে ঘরের কাথাকাপড় ও বাসনকোসন। পলিথিনের ছাউনি দিয়ে বৃষ্টির পানি ঝুপড়ি ঘরে পড়ে কাদামাটি সৃষ্টি হয়। তবে একটুখানি বাতাস হলেই নড়বড় করে ঝুপড়ি ঘরের চাল। ভারি বৃষ্টিতে কাঁদা পানির সঙ্গে যুদ্ধ করতে তাদের। দম্পতির কোলের শিশু বেশ কিছুদিন ধরে অসুস্থ।
টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছে না । ঘরে ঢুকেই দেখা যায় ভাঙ্গা একটি খাটের ওপরে জীর্ণশীর্ণ হয়ে পড়ে আছে অসুস্থ দম্পতি। একযুগ এমন ঝুপড়ি এবং জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপনের বিষয়টি স্থানীয় বিএনপির নেতারা রাজিব আহসানকে অবগত করেন। পরে বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করা হয়। পরে তারেক রহমানের নির্দেশে রাজিব আহসানের সহযোগিতায় এ দম্পতি নতুন ঘরটি এক সপ্তাহের মধ্যে পেতে যাচ্ছেন বলে নিশ্চিত করেন ওই ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আমির হোসেন আকন। প্রতিবেশি রিয়াজ হোসেন বলেন, অর্থের অভাবে মাঝে মাঝে তাদের ৬সন্তান নিয়ে না খেয়ে থাকতে হয়।
টাকা না থাকায় ঠিকমতো বাজার করতে পারে না। রোগব্যাধি হলে চিকিৎসা করাতেও পারে না তারা। মানবেতর ডাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজিব আহসান ছুটে এসেছেন। আশ্বাস দিয়েছেন এক সপ্তাহের মধ্যে নতুন ঘর তৈরি করে দেওয়ার। ভাষানচর ইউনিয়ন পরিষদ নারী ইউপি সদস্য শিল্পী বেগম বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যতদূর সম্ভব সহযোগিতা করবো। আশা করি রাজিব আহসানের সহযোগিতায় পরিবারটি মাথা গোঁজার ঠাঁই মিলবে।
মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন বলেন, খবর পেয়ে করিম ফকিরের সেই জরাজীর্ণ ছোট্ট বাড়িতে ছুটে গিয়ে দেখা করলেন আমাদের বরিশাল -৪ আসনের অভিভাবক রাজিব আহসান। সাক্ষাৎ শেষে করিম ফকিরকে একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি ভবিষ্যতে সাহায্য সহযোগিতা অব্যাহত রাখারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
নিজের জীবনে এমন পরিবর্তনে আশ্বাসে আবেগাপ্লুত করিম ফকির বলেন, আমরা খুব গরিব মানুষ। দিনে একবেলা খাই, কখনো না খেয়েও থাকি। আমাদের দুর্দশা দেখার জন্য রাজিব আহসানসহ নেতারা খোঁজ খবর নিতে এসেছে। উচ্ছ্বাস প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও রাজিব আহসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিএনপি নেতা রাজিব আহসান বলেন, তারেক রহমান প্রতিনিয়ত দেশব্যাপী নির্যাতিত ও তৃণমূলের কর্মীদের খোঁজখবর রাখছেন।
বিশেষ করে গরীব অসহায় ও সম্বলহীন মানুষ যাতে কষ্ট না পান এবং তাদের যাতে মাথা গোজার ঠাঁই হয় সেদিকে নজর রাখতে আমাদের নির্দেশ দিয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মানবেতর জীবনযাপন করা করিম ফকির পরিবারকে একটি গৃহ নির্মাণ করে দেওয়া হবে বলে জানান তিনি।