More

    গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টাকার টিকিট ৫ টাকায় বিক্রি — ‘নাস্তার জন্য নিচ্ছে ২ টাকা’

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে সরকারি নির্ধারিত ৩ টাকার টিকিট ৫ টাকায় বিক্রি করা হচ্ছে। টিকিট কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মী দাবি করেছেন, নাস্তা খাওয়ার জন্য অতিরিক্ত ২ টাকা নিচ্ছেন তিনি এবং কর্তৃপক্ষ বিষয়টি জানে।

    সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে এই অনিয়ম ধরা পড়ে। সরেজমিনে দেখা যায়, বহির্বিভাগের টিকিট কাউন্টারে সেবাপ্রার্থীরা লাইন ধরে অপেক্ষা করছেন। প্রত্যেক রোগীর কাছ থেকে সরকারি ৩ টাকার পরিবর্তে ৫ টাকা নিচ্ছেন ড্রাইভার পদে কর্মরত কাউন্টারম্যান সাদ্দাম হোসেন। এসময় তাকে প্রশ্ন করলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, “২ টাকা বাড়তি নেই নাস্তার জন্য, কর্তৃপক্ষ জানে।”

    এ বিষয়ে কয়েকজন সেবাপ্রার্থী ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতিদিন শত শত রোগী বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিচ্ছেন। অথচ সরকারি নিয়ম অনুযায়ী বহির্বিভাগের টিকিটের মূল্য মাত্র ৩ টাকা। তাদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের যোগসাজশেই এই অতিরিক্ত অর্থ আদায় হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে ৭০০ থেকে ৮০০ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন।

    ফলে দৈনিক প্রায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ রোগীদের কাছ থেকে নেওয়া হচ্ছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মেজবাহ উদ্দিন প্রথমে অসৌজন্যমূলক আচরণ করেন এবং বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন। পরে তিনি বলেন, “কেউ অভিযোগ করেনি, তাই বিষয়টি আমার জানা ছিল না।

    এখন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আগামীতে সরকারি ফি ৩ টাকা অনুযায়ী টিকিট বিক্রি করা হবে।” তিনি আরও জানান, “লোকবল সংকটে ড্রাইভার ও প্রহরী দিয়েই টিকিট কাউন্টার চালানো হচ্ছে।”

    উল্লেখ্য, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। হাসপাতালের সেবার মান উন্নয়নের দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীরা এর আগেও আন্দোলন করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শেবাচিমে আধুনিকায়ন হলো সিসিইউ বিভাগ: হৃদরোগীদের জন্য নতুন আশা

    নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিনের জটিলতা ও অব্যবস্থাপনার অবসান ঘটিয়ে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) আধুনিকায়ন করা হয়েছে করোনারি...