More

    চলতি বছর শনাক্ত ডেঙ্গু রোগীর ৩৯% বরিশালের

    অবশ্যই পরুন

    দেশে চলতি বছর এইডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশে ডেঙ্গু শনাক্ত হয় ১৮ হাজার ৬২৫ জনের শরীরে। এদের মধ্যে ৭ হাজার ২৮৯ জনই বরিশাল বিভাগের, যা মোট শনাক্তের প্রায় ৩৯ শতাংশ।

    এদিন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, বাংলাদেশে গত এক দিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৮০ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৭০ জনের মৃত্যু হলো। বুলেটিনে বলা হয়, আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি চট্টগ্রাম বিভাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

    জুলাই মাসে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮ জন মারা গেছেন, যা চলতি বছরে সবচেয়ে বেশি। জুন মাসে মৃত্যু হয় ১৯ জনের। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিন জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা জুলাই মাসে সবচেয়ে বেশি, ৮৩২৯ জন। আগের মাসে ৫৯৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

    গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে, ৬৬ জন। এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৫৪ জন, ঢাকা বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন এবং রংপুরে বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩০৮ জন রোগী।

    দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    জিয়ানগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের জিয়ানগরের ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত...