বাকেরগঞ্জ প্রতিনিধি: দাযতক্ষণ পর্যন্ত রাজনৈতিক ব্যক্তিদের নীতি আদর্শ পরিবর্তন না হবে তত সময় পর্যন্ত এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। ২৬ অক্টোবর রবিবার বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১২৪ বরিশাল ৬( বাকেরগঞ্জ) আসনের জন্য হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম( শায়েখে চরমোনাই)।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি নাসির উদ্দীন ( রোকন) ডাকুয়ার সভাপতিত্বে এবং ইসলামী যুব আন্দোলন বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওঃ মাওঃ আবদুস সবুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আব্দুর রাজ্জাক, ঝালকাঠি ২ আসনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ডাঃ মাওঃ সিরাজুল ইসলাম( সিরাজী),
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য আলহাজ্ব মাওঃ মোহাম্মদ হারুন অর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার অর্থ ও প্রকাশনা সম্পাদক এস এম রফিকুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাবেক সভাপতি মাওঃ নুরুল ইসলাম আল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওঃ মোহাম্মদ জামিলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা( পূর্ব) শাখার সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান( ইলিয়াস),
জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক ফিরোজ আলম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন ১৯৪৭ সালের পর থেকে এ দেশ বহু রাজনৈতিক দল শাসন করেছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। বরং তৈরি হয়েছে লুটেরা, দুর্নীতিবাজ, দেশের অর্থ বিদেশে পাচার। ঘাটে ঘাটে মানুষ সন্ত্রাসের শিকার হচ্ছে, নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ,
অহরহ মব সন্ত্রাসের দ্বারা নির্যাতিত হচ্ছে অনেকে। নিঃস্ব ও নিষ্পেষিত হচ্ছে সাধারণ মানুষ। এই অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে দখলবাজ, লুটেরা শ্রেনী, টেন্ডারবাজদের বিরুদ্ধে জোরালোভাবে ঐক্য প্রতিষ্ঠিত করে এদেরকে প্রতিহত করা। অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা সেক্রেটারী ও বাকেরগঞ্জ ৬ আসনের জন্য দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী মাওঃ মাহমুদুন্নবী তালুকদার, গন অধিকার পরিষদ বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সজল মাহমুদ।
বাকেরগঞ্জে অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের গন সমাবেশের মঞ্চে জামাতে ইসলামীর নেতৃবৃন্দকে পেয়ে হাতপাখা সমর্থকদের মধ্যে বেশ আনন্দ উৎফুল্ল দেখা দেয়, অনেকে মনে করতেছেন হয়তোবা আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইসলামী সমমানা দলগুলো নীতিগতভাবে এক হয়ে যেতে পারে।
