More

    মাদক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ মাদক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীকে বরিশাল জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে মাদক ব্যবসায়ী রাজন মোল্লা ঢাকায় বসে মাদক ব্যাবসা করত।

    তাকে ঢাকার তেজগাঁও বসে ৪শত বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছিল তেজগাঁও থানা পুলিশ। ওই মামলায় তার ১৪ বছরের সাজা দিয়েছিল আদালত। এরপর থেকে সে পলাতক ছিল।

    এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, থানার এসআই আব্দুল্লাহ আল মামুন তথ্যপ্রযুক্তির মাধ্যমে মাদক ব্যবসায়ী রাজন মোল্লাকে সিলেট থেকে রোববার রাতে গ্রেপ্তার করে আগৈলঝাড়ায় থানায় নিয়ে আসে। পরে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠিতে জামায়াতে ইসলামীতে শতাধিক সনাতন ধর্মাবলম্বীর যোগদান

    মো: মেহেদী হাসান: ঝালকাঠিতে জামায়াতে ইসলামীতে শতাধিক সনাতন ধর্মাবলম্বীর যোগদান এক নতুন রাজনৈতিক দিগন্তের সূচনা করেছে। ঝালকাঠি প্রতিনিধি জানিয়েছেন...