More

    বরিশালে অপসো স্যালাইনের পাঁচশ শ্রমিককে ছাঁটাই করায় উত্তেজনা

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীর অপসো স্যালাইন (ওএসএল) ফার্মা লিমিটেডের প্রায় পাঁচশ শ্রমিককে ছাঁটাইয়ের পর কর্মচারীদের আন্দোলনে গত চারদিন ধরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। কাজ ফিরে পেতে প্রতিদিন তারা বগুড়া রোডের কারখানার সামনে ও ভেতরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি করছে চাকরিচ্যুতরা। শনিবার (১ নভেম্বর) বিকেলে নগরীর কারখানার সামনে অন্যান্য কারখানার শ্রমিকরা জোট বেধে বিক্ষোভ করে কাজ ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

    এদিকে প্রতিষ্ঠানের স্টেরিপ্যাক বিভাগের কার্যক্রম ব্যাহত হওয়ায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ভুক্তভোগীরা বলছেন- দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক দিয়ে কম টাকায় কাজ করিয়ে নিতে তাদের চাকরিচুত করা হয়েছে। এরআগে, ২৯ অক্টোবর দুপুরে ডাকযোগে বরিশালের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওএসএল ফার্মা, অপসো স্যালাইন লিমিটেডের স্টেরিপ্যাক বিভাগের প্রায় পাঁচশ শ্রমিক-কর্মচারীকে একযোগে চাকরিচ্যুত করার নোটিশ দেয় কর্তৃপক্ষ। আন্দোলনরত শ্রমিকরা বলেন, তিন দিনের ছুটি দিয়ে কোম্পানি থেকে আমাদের চাকরি অবসানের নোটিশ দেওয়া হয়।

    চাকরি হারিয়ে পরিবার-পরিজন নিয়ে আমাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। ঘরে বাজার বন্ধ। সন্তানদের লেখাপড়াও বন্ধ হয়ে যাচ্ছে। দোকান থেকে বাকিতে পণ্য দেওয়া বন্ধ করে দিয়েছে। বাসা ভাড়ার জন্য ঘর মালিকরা চাপ দিচ্ছে। চাকরি ফিরে না পেলে পরিবার নিয়ে পথে বসতে হবে। বাসদের বরিশাল জেলা সমন্বয়কারী ডা. মনিষা চক্রবর্তী বলেন, অমানবিকভাবে এখানকার ৫০০ শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। তারা হঠাৎ কাজ হারিয়ে চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। তাই তাদের অধিকার আদায়ে বরিশালের সব শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়েছে। শ্রমিকদের অভিযোগ, সম্প্রতি অপসো স্যালাইন ফার্মায় শ্রমিক-কর্মচারীরা ইউনিয়ন গঠন হয়েছে। সেখানে আমাদের প্রভিডেন্ট ফান্ড জমা হয়েছে। ঠিক সেই মুহূর্তে একযোগে চাকরি থেকে প্রায় পাঁচশ জনকে ছাঁটাই করা হলো।

    ২০২৪ এর গণ-অভ্যুত্থানের পর শ্রমিকদের আন্দোলনের মুখে অনেক শ্রমিকের চাকরি স্থায়ী করা হয়। ছাঁটাইয়ের তালিকায় তাদের নামও আছে। মূলত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যাচ্ছে দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক দিয়ে কাজ করাবে। আর যারা শ্রমিক ইউনিয়ন করে করে তাদের ভয় দেখিয়ে চাপের রাখতেই এই ছাঁটাই বলে অভিযোগ তাদের। তবে শ্রমিকদের দেওয়া নোটিশে বলা হয়েছে, কোম্পানির নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ওএসএল ফার্মা লিমিটেডের বগুড়া রোড ফ্যাক্টরির স্টেরিপ্যাক ডিপার্টমেন্টের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না।

    এমতাবস্থায়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ২৬(৩) ধারার বিধান অনুযায়ী আগামী ১ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ হতে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টের সব শ্রমিক-কর্মচারীদের চাকরি অবসান করা হলো। অবসান কৃত শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা আগামী ২০ নভেম্বরের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিপিএলে থাকছে না ফরচুন বরিশাল, তামিমকে নিতে চায় নতুন ফ্র্যাঞ্চাইজি

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টানা দুই আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটির প্রতি দর্শকদের আগ্রহ ছিল ব্যাপক।...