আজ রবিবার বরিশাল একে স্কুল প্রাঙ্গণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (টিডিপি) ১০ দিনের প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আনসার ও ভিডিপি দেশের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের নিরাপত্তায় এক অবিচ্ছেদ্য অংশ। প্রশিক্ষণের মাধ্যমে সদস্যরা শুধু শারীরিক ও মানসিকভাবে দক্ষ হবেন, বরং সামাজিক নিরাপত্তা ও জনসেবায়ও আরও দায়িত্বশীল ভূমিকা রাখবেন।”
১০ দিনব্যাপী এই প্রশিক্ষণে টিডিপি সদস্যদের আত্মরক্ষা, নেতৃত্ব, সমাজসেবা, নিরাপত্তা সচেতনতা ও দলগত কর্মদক্ষতা বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, সমাজে শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠায় ভিডিপি সদস্যদের ভূমিকা অপরিসীম, তাই এই প্রশিক্ষণ তাদের বাস্তব জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
উদ্বোধনী দিন শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা শপথ নেন দেশের সেবায় সর্বোচ্চ দায়িত্ব পালনের।
আয়োজনে উপজেলা কর্মকর্তা সদর বরিশাল।
