বরিশাল নগরীর বাংলাবাজার সংলগ্ন পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ছিনতাই কারার প্রস্তুতির সময় আটক হয় এক যুবক । বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৮ টায় ডায়াগনস্টিক সেন্টারের ক্যাশকাউন্টার’র আশেপাশে রোগীদের সাথে ঘোরাগুড়ির করেন ছিনতাইকারীরা ওই যবুক।
সন্দেহ হলে পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ যুবককে ধরে জিজ্ঞাসাবাদ করেন পরবর্তীতে ডায়াগনস্টিক সেন্টারের সিসিফুটেজে ছিনতাইকারী চিহ্নিত হলে কোতয়ালী মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করেন ডায়াগনস্টিক সেন্টার-এর কর্তৃপক্ষ।
উল্লেখ্য,‚ পপুলার ডায়াগনস্টিক সেন্টার কিছু দিন পূর্বে এক রোগীর পাঞ্জাবির পটেক কেটে ৩০ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা, ঘটনার পর থেকে তৎপরতায় ছিলেন ডায়াগনস্টিক এর সব পর্যায়ের কর্মচারী ও কর্মকর্তারা।
বৃহস্পতিবার ডায়াগনস্টিক সেন্টারের কর্মরত গার্ড ওই যুবককে রোগীদের পেছনে ঘুরতে দেখে সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায় সিসি ফুটেজে বেরিয়ে আসে ৩০ হাজার ছিনতাই সাথে জড়িত এই যবুক।
তার সাথে থাকা বিষয়টি বুঝতে পেরে ছিনতাইকারের মূল হোতা দৌড়ে পালায় যায় খোকন। আটক ছিনতাইকারীরা হলেন সিএন্ডবি রোডের সরদার পাড়া এলাকার সালাম খান ওরফে সাগর (২৮)।
