More

    বরিশাল—১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন’র সাথে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    মো. শামীমুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশাল—১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপনের সাথে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল রোববার সকালে গৌরনদী উপজেলার শরিকল গ্রামে তার নিজ বাসভবনে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য (আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী) এম জহির উদ্দিন স্বপন। এসময় তিনি উপস্থিত মিডিয়া কমীর্দের উদ্দেশ্যে বলেন, আপনারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, নিরপেক্ষতা বজায় রেখে সঠিক সংবাদ প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। আগামীতে গৌরনদী— আগৈলঝাড়া বাসীর দাবী পূরণের জন্য আমার সর্বাত্মক চেষ্টা থাকবে।

    সভায় আরো বক্তব্য রাখেন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো. শামীমুল ইসলাম শামীম, প্রবীর বিশ্বাস ননী। এসময় উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক, পলাশ দত্ত, তথ্য ও প্রচার সম্পাদক।

    কাজী মনিরুজ্জামান, সদস্য বরুন কুমার বাড়ৈসহ প্রমুখ। বরিশাল—১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপনকে আগৈলঝাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আগৈলঝাড়ায় পূজা পরবর্তীর ভক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে যারা আমাদের এই ঐক্যকে বিভেদ সৃষ্টি করতে চায়, তাদের ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নাজিরপুরে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি : পাঠদান বন্ধ, উদ্বেগে শিক্ষার্থীরা

    নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১১তম গ্রেডে উন্নীতকরণ, পদোন্নতির কাঠামোর সংস্কার ও প্রধান শিক্ষকদের শতভাগ পদোন্নতি...