More

    পিরোজপুরে জেলা প্রশাসকের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

    অবশ্যই পরুন

    পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফুল আলম খানের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

    শনিবার (৯ নভেম্বর) সকালে  শহরের টাউন ক্লাব রোডে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, জেলা প্রশাসক আশরাফুল আলম খান দায়িত্ব নেওয়ার পর থেকে পিরোজপুরে দৃশ্যমান উন্নয়নের সূচনা হয়। তিনি পিরোজপুরের সন্তান না হয়েও জেলার সার্বিক উন্নয়ন নিয়ে আন্তরিকভাবে কাজ করেছেন। তার হাতে শুরু হওয়া অনেক প্রকল্প এখনো চলমান অবস্থায় রয়েছে।

    বক্তারা জানান, শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া মৃতপ্রায় ভারানি খাল পুনঃখননের উদ্যোগ নেন আশরাফুল আলম খান। এর মাধ্যমে শহরটি আবারও জলাবদ্ধতা থেকে মুক্ত হতে শুরু করেছে। পাশাপাশি শহরের পুরাতন বাসস্ট্যান্ড, বেকুটিয়া সেতুর নিচে সৌন্দর্যবর্ধন কাজ, একটি প্রবীণ পার্ক এবং দৃষ্টিনন্দন সিগনেচার সড়ক নির্মাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

    বক্তাদের দাবি, এসব চলমান উন্নয়নকাজ শেষ না হওয়া পর্যন্ত আশরাফুল আলম খানকে পিরোজপুরের জেলা প্রশাসক হিসেবে বহাল রাখা উচিত।

    একাধিক বক্তা বলেন,

    ‘উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আশরাফুল আলম খানকে পিরোজপুরেই রাখতে হবে’ দাবি জনতার

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় অগ্নিকান্ডে ভস্মিভূত “দু”টি বসতবাড়ী পরিদর্শন করলেন  এস সরফুদ্দিন সান্টু

    রাহাদ সুমন : বরিশালের বানারীপাড়ায় চাখার ইউনিয়নের দড়িকর গ্রামের ৬নং ওয়ার্ডে অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যাওয়া "দু"টি বসতঘর পরিদর্শন করেছেন...