নাজিরপুরে প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত মোঃ নুর আলমের পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। গত ১৮ নভেম্বর নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়, উপজেলার শেখমাটিয়া ইউনিয়নে রঘুনাথপুর গ্রামের ভ্যান চালক নুর আলম ঘটনাস্থলেই প্রাণ হারান।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে নিহতের পরিবারের সদস্যদের হাতে নগদ ২০ হাজার টাকা আর্থিক অনুদান এবং শুকনা খাবার তুলে দেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা। সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন নিহতের পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুদান প্রদান শেষে ইউএনও সাজিয়া শাহনাজ তমা শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানিয়ে বলেন,“নিহত নুর আলমের পরিবারের যেকোনো বিপদে ও প্রয়োজনে উপজেলা প্রশাসন পাশে থাকবে।
তাদের জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, নিহত নুর আলমের স্ত্রীকে বিধবা ভাতাভোগী হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশনা ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে, যাতে পরিবারটি ভবিষ্যতে আর্থিক সুরক্ষা পেতে পারে।
উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগে স্বজনহারাদের মাঝে স্বস্তির ছোঁয়া ফিরে আসে। পরিবারটি প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নুর আলমের আত্মার শান্তি কামনা করেন।
