More

    বাকেরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন হলো।

    অবশ্যই পরুন

    বাকেরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৫ – তলা প্রশাসনিক কাম একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার সকাল ৯ টায় প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। উপজেলা পর্যায়ের ৩২৯ টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের প্রথম প্রতিষ্ঠান হিসেবে বাকেরগঞ্জে এই প্রতিষ্ঠানটি উদ্বোধন হলো। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বাস্তবায়নে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশালের মাধ্যমে নির্মিত অত্যন্ত আধুনিক ও সুসজ্জিত এই প্রতিষ্ঠানটি।

    এখানে রয়েছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত মোট চারটি ট্রেডে কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ। প্রতিষ্ঠানটির চলতি দায়িত্বে থাকা অধ্যক্ষ মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।

    বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পর্যায় ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্হাপন ( ২য় পর্যায়)শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন, কারিগরি শিক্ষা অধিদপ্তর( ভোকেশনাল) পরিচালক প্রকৌশলী মোঃ রেজাউল হক, বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাফর আহমেদ,

    এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা সেক্রেটারি ও বাকেরগঞ্জ ৬ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ইসলামিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মাইনুল মোল্লা, ১০ নং গারুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম কাইয়ুম খান সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব রফিকুল ইসলাম বলেন, লেখাপড়া ছাড়া উন্নয়নের কোন পথ নেই, আর লেখাপড়ার ভিতরে অনেকগুলো ধারা অব্যাহত রয়েছে। কিছু আছে সাধারণ ধারা, কিছু গাছের মাদ্রাসা শিক্ষা ধারা, কিছু আছে কারিগরি শিক্ষা ধারা। আমাদের প্রত্যেকটা সেক্টরে দক্ষ ও কারিগরি মানুষ তৈরি করতে হবে।

    আমাদের সমাজে এখনো প্রচলিত একটি ধারা বিদ্যমান রয়েছে যে, লেখাপড়া মানে আইএ, বিএ ও এমএ পাস। তিনি বলেন, আমাদের এই ধারণা পরিবর্তন করতে হবে, লেখাপড়া মানে একটি শিক্ষা অর্জন যা দিয়ে সেই ব্যক্তি নিজে কিছু করে খেতে পারে এবং দেশ ও জাতিকে কিছু উপহার দিতে পারে। এজন্য সরকার এটি অনুভব করে প্রত্যেকটি উপজেলা একটি করে কারিগরি স্কুল এন্ড কলেজ স্থাপন করার প্রকল্প গ্রহণ করে। এবং তারই অংশ হিসেবে বাকেরগঞ্জের প্রথম প্রতিষ্ঠান হিসেবে আপনাদের এখানে এই টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। আপনারা আপনাদের সন্তানকে এখানে ভর্তি করবেন। আপনারা আপনাদের সন্তানকে এই বিদ্যাপীঠে ভর্তি করে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দক্ষ মানব সম্পদে পরিণত করবেন এই প্রত্যাশা সকলের কাছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিতের পর বহিষ্কার

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড, নারী হয়রানি, ভুয়া পরিচয় ব্যবহার এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝালকাঠির...