More

    বাকেরগঞ্জে দুটি মাদরাসাকে শিক্ষা সচিবের করা হুঁশিয়ারী

    অবশ্যই পরুন

    ২০২৫ সালে প্রকাশিত আলিম পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় বাকেরগঞ্জ উপজেলার দুটি আলিম মাদ্রাসার শিক্ষকদের কে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সচিবের করা হুঁশিয়ারি বার্তা। ৬ ডিসেম্বর শনিবার বাকেরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাঁচ তলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে এক মত বিনিময় সভায় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এ হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করেন।

    উল্লেখ্য বাকেরগঞ্জ উপজেলায় এ বছর আলিম পরীক্ষার ফলাফলে গারুরিয়া ইউনিয়নের সাহেবপুর মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা ও দেউলী মোহাম্মদীয়া আলিম মাদ্রাসা একজন পরীক্ষার্থী ও পাস করতে পারেনি। তিনি প্রতিষ্ঠান দুটির শিক্ষক কর্মচারীদের উদ্দেশ্য বলেন, আপনাদের কাছে জাতি চেয়ে আছে, আপনারা দক্ষ মানবসম্পদ তৈরি করবেন। যার ফলে দেশ সামগ্রিক ভাবে এগিয়ে যাবে।

    কিন্তুু আমরা দেখলাম কি সারা দেশে আলিম পরীক্ষার ফলাফলে ২৭ টি মাদ্রাসায় শতভাগ পরীক্ষার্থী ফেল, এবং তার মধ্যে ২ টি মাদ্রাসা আমি সচিব আমার উপজেলায়। সচিব রফিকুল ইসলাম বলেন, জনগণের ট্রাক্সের টাকায় আপনাদের বেতন, বুঝতে হবে সরকার নিজে টাকা দেয়না, কিন্তুু আপনারা ২৫ জন শিক্ষক মিলেও ৭ জন শিক্ষার্থী পড়িয়ে পাস করিতে পারিবেন না।

    তিনি বলেন, সরকারি কোষাগার থেকে থেকে বেতন নিবেন আর বিনিময়ে অশ্ব ডিম উপহার হিসেবে জাতিকে দিবেন, এটা হতে পারে না। জনগণের টাকা খেয়ে আপনারা যদি শুন্য ফলাফল দেন তার মানে বুঝব আপনারা কাজে কর্মে ফাঁকিবাজ। এবং হশিয়ার করে দিতে চাই ভবিষ্যতে এরকম হলে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আগামীতে এই মাদ্রাসা দুটির লেখা পড়ার মান উন্নয়ন না হলে একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি

    ছাত্র সংসদ ‘বাকসু’ নামের বৈধতা এবং মালিকানা একমাত্র নিজেদের বলে দাবি করেছেন বরিশাল সরকারি ব্রজমোহান (বিএম) কলেজের শিক্ষার্থীরা। তারা...