More

    কালকিনিতে কবি আবুল কালাম আজাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালন

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধিঃ ঢাকা বিভাগে দুইবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে পুরস্কৃত হওয়া, কালকিনির আন্ডারচর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, সুনীল শিল্পী গোষ্ঠী বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বহু গ্রন্থের প্রখ্যাত লেখক কবি আবুল কালাম আজাদ–এর প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

    আজ সোমবার দুপুরে উপজেলা মিনি অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ সুনীল শিল্পী গোষ্ঠী–এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া–মোনাজাত অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদের সঞ্চালনায় বিভিন্ন গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

    আনিসুর রহমান খোকন তালুকদার, মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী
    সাইফ উল আরেফিন, উপজেলা নির্বাহী অফিসার।
    মো. ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি।
    মাহাবুব হোসেন মুন্সি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রমুখ।

    আলোচনা সভায় বক্তারা কবি আবুল কালাম আজাদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবায় অবদানের কথা তুলে ধরে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া–মোনাজাত অনুষ্ঠিত হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সমাজ উন্নয়নে অবদান রাখায় জেলা পর্যায়ে সম্মাননা পেলেন নলছিটির সাবেক জনপ্রতিনিধি নুরুন্নাহার রুবিনা

    হাসান আরেফিন, নলছিটি প্রতিনিধি : “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”- প্রতিপাদ্য বিষয়কে...