More

    ডিসেম্বর কালকিনি হানাদার মুক্ত দিবস পালন

    অবশ্যই পরুন

    কালকিনি–ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার হানাদার মুক্ত দিবস আজ ৮ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়ে কালকিনিকে শত্রুমুক্ত ঘোষণা করেন।

    মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবহ এই দিনটি প্রতি বছর গভীর শ্রদ্ধা ও বেদনার সাথে পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষ্যে আজ সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মুক্তিযুদ্ধের বীরগাথা ও স্বাধীনতার চেতনা নিয়ে আলোচনা করেন বিভিন্ন বক্তা।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন— আনিসুর রহমান খোকন তালুকদার, মাদারীপুর–৩ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী। উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম।

    বীর মুক্তিযোদ্ধা রবি সরদার বীর মুক্তিযোদ্ধা সাইদ সরদার প্রমুখ। বক্তারা মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করে নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস জানতে ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সমাজ উন্নয়নে অবদান রাখায় জেলা পর্যায়ে সম্মাননা পেলেন নলছিটির সাবেক জনপ্রতিনিধি নুরুন্নাহার রুবিনা

    হাসান আরেফিন, নলছিটি প্রতিনিধি : “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”- প্রতিপাদ্য বিষয়কে...