নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার নবযোগদানকৃত জেলা প্রশাসক আবু সাঈদ এর নাজিরপুর উপজেলায় আনুষ্ঠানিক আগমন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় নাজিরপুর উপজেলা কৃষি হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক আবু সাঈদ নাজিরপুরবাসীর আন্তরিক স্বাগত জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “জনকল্যাণই প্রশাসনের মূল লক্ষ্য। উন্নয়ন, সুশাসন ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পিরোজপুর জেলাকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমরা একসাথে কাজ করব।”
তিনি উপজেলায় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা নবাগত জেলা প্রশাসককে নাজিরপুরের সার্বিক উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। তারা উপজেলার দীর্ঘদিনের অবকাঠামোগত চাহিদা, নদীভাঙন প্রতিরোধ, কৃষি উন্নয়ন, মাদক প্রতিরোধ, অবৈধ খাল ও জমি দখল রোধ এবং যুবসমাজকে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের আওতায় আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করা হলে পুরো সভাকক্ষ করতালিতে মুখরিত হয়ে ওঠে। তার আগমনকে ঘিরে নাজিরপুরে সৃষ্টি হয় এক আশাব্যঞ্জক, প্রাণবন্ত ও উন্নয়নমুখী পরিবেশ।
