কালকিনি (মাদারীপুর)প্রতিনিধি : নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন,পৌরসভা ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র্যালি,আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (৯ ডিসেম্বর)দুপুরে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজন অদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন, কালকিনি পৌরসভার সহকারী প্রকৌশলী রাকিব হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হোসেন, আইসিটি কর্মকর্তা আরিফুর রহমান, সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব হোসেন মুরাদ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
