মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
বরিশাল জেলার উজিরপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সমাজে নানা ক্ষেত্রে অবদান রাখা অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অদম্য নারী পিরোজপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ নাহীদ রুমানা মিতু, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নূর হোসেন। বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বেগম রোকেয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজের প্রতিটি স্তরে নারীর সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা আকাশ, নির্বাহী সদস্য মোঃ আসাদুজ্জামান সোহাগসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
