More

    কালকিনিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

    অবশ্যই পরুন

    মো.নাসির উদ্দিন ফকির লিটন, কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামীর শুদ্ধতা”— এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার দুপুরে উপজেলা সমন্বয় অফিসে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক লিয়াকত হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফিন।

    এছাড়া পৌরসভা প্রকৌশলী রাকিবুজ্জামান, স্থানীয় শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সমাজ উন্নয়নে অবদান রাখায় জেলা পর্যায়ে সম্মাননা পেলেন নলছিটির সাবেক জনপ্রতিনিধি নুরুন্নাহার রুবিনা

    হাসান আরেফিন, নলছিটি প্রতিনিধি : “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”- প্রতিপাদ্য বিষয়কে...