পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ধানি সাফা ইউনিয়নে জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা বিষয়ক এক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর উদ্যোগে রবিবার (১৪ ডিসেম্বর) ধানি সাফা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সংলাপের আয়োজন করা হয়। সংলাপে সাফা ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটির কোডেক সদস্যরা অংশগ্রহণ করেন।
কোডেক এনগেজ প্রকল্পের ফিল্ড কর্মকর্তা শফিকুল ইসলাম সভাটি সঞ্চালনা করেন। সভায় ইউনিয়নের সুপেয় পানির সংকট, রাস্তা-ঘাটের বেহাল অবস্থা, ব্রিজ-কালভার্ট ও সাঁকোর সমস্যা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এলাকাবাসী নানা ঝুঁকির মুখে রয়েছে, যা জনজীবনে বহুমাত্রিক সমস্যা সৃষ্টি করছে।
এ থেকে উত্তরণে দলমত নির্বিশেষে গ্রাম পর্যায়ে জলবায়ু সহনশীল সমাজ গড়ে তুলতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। সংলাপ সভায় সভাপতির দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম পলাশ। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক হোসেন জাহাঙ্গীরসহ স্থানীয় পর্যায়ের প্রতিনিধি বেলায়েত হোসেন বেপারী, আল-আমিন, আসাদুজ্জামান ও মনিরুজ্জামান প্রমুখ।
বক্তারা আরও বলেন, এককভাবে সব সমস্যার সমাধান সম্ভব নয়। সমষ্টিগত উদ্যোগ, সামাজিক সচেতনতা ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
