More

    পরিবেশ ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ধানি সাফা ইউনিয়নে সংলাপ সভা

    অবশ্যই পরুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ধানি সাফা ইউনিয়নে জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা বিষয়ক এক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর উদ্যোগে রবিবার (১৪ ডিসেম্বর) ধানি সাফা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সংলাপের আয়োজন করা হয়। সংলাপে সাফা ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটির কোডেক সদস্যরা অংশগ্রহণ করেন।

    কোডেক এনগেজ প্রকল্পের ফিল্ড কর্মকর্তা শফিকুল ইসলাম সভাটি সঞ্চালনা করেন। সভায় ইউনিয়নের সুপেয় পানির সংকট, রাস্তা-ঘাটের বেহাল অবস্থা, ব্রিজ-কালভার্ট ও সাঁকোর সমস্যা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এলাকাবাসী নানা ঝুঁকির মুখে রয়েছে, যা জনজীবনে বহুমাত্রিক সমস্যা সৃষ্টি করছে।

    এ থেকে উত্তরণে দলমত নির্বিশেষে গ্রাম পর্যায়ে জলবায়ু সহনশীল সমাজ গড়ে তুলতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। সংলাপ সভায় সভাপতির দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম পলাশ। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক হোসেন জাহাঙ্গীরসহ স্থানীয় পর্যায়ের প্রতিনিধি বেলায়েত হোসেন বেপারী, আল-আমিন, আসাদুজ্জামান ও মনিরুজ্জামান প্রমুখ।

    বক্তারা আরও বলেন, এককভাবে সব সমস্যার সমাধান সম্ভব নয়। সমষ্টিগত উদ্যোগ, সামাজিক সচেতনতা ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিএনপির মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন

    জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার বিএনপির মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। শনিবার (১৩...