পিরোজপুরের মঠবাড়িয়া কৃষিবিদ অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার (এটিও) নুরুল হক মোল্লার বসতঘর নিজ হাতে আগুন দিয়া পুড়ে ফেলার অভিযোগ পুত্র শাহীন মোল্লার বিরুদ্ধে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল আটটার দিকে উপজেলার সাপলেজা ইউনিয়নের তাফালবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী নুরুল হক মোল্লার পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
এতে প্রায় কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শাহীন মোল্লা সৌদী প্রবাসী, হুন্ডি ব্যবসায়ী, মানব পাচারকারী এবং নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি হওয়ার কারনে ছেলে শাহীন মোল্লা বাবার বসতঘরে আগুন জ্বালিয়ে দেয়। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিভাতে এলে ছেলে শাহীন মোল্লা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে সকলকে তাড়িয়ে দেয়। পরে সকাল ১০ টার দিকে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি নিয়ে মঠবাড়িয়া ফায়ার স্টেশনের সহকারী স্টেশন অফিসার আবুল কালাম আজাদ জানান, তার টিম নিয়ে আগুন নিভানোর প্রস্তুতি নিলে তাদেরকেও অভিযুক্ত শাহীন মোল্লা দেশীয় অস্ত্র নিয়ে তাড়া করে।
পরবর্তীতে স্থানীয় লোকজন ও থানা পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী নুরুল হক মোল্লা জানান, বেশ কিছুদিন যাবৎ ছেলে শাহীন মোল্লার অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আজকে আমার বসতঘরে আগুন দিয়ে সবকিছু পুড়ে ফেলেছে। কয়েক বছর পূর্বে আমার ছেলে শাহীনকে ৫০ লক্ষ টাকা দিয়েছি। আবার পূনরায় ৭/৮ দিন পুর্বে বাড়ীতে এসে আমার কাছে টাকা চায়।
আমি টাকা না দিতে পারায় আজ সকালে শাহীন মোল্লা নিজ হাতে আমার বসতঘরে আগুন দিয়া পুড়াইয়া দেয়। আমি এর সঠিক বিচারের দাবি জানাই। বিষয়টি সম্পর্কে জানার জন্যে অভিযুক্ত শাহীন মোল্লার কাছে জানার জন্য চেষ্টা করলে তিনি গণমাধ্যম কর্মীদেরকে সাক্ষাৎকার না দিয়ে উল্টোপাল্টা কথা বলেন।
