More

    পবিপ্রবির রেজিস্ট্রার হলেন প্রফেসর ডঃ হাবিবুর রহমান 

    অবশ্যই পরুন

    মেহেদী হাসান শান্ত,দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে নতুন নিয়োগ প্রাপ্ত হয়েছেন পবিপ্রবির কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড.মোঃ হাবিবুর রহমান।

    বৃহস্পতিবার (১জানুয়ারি) পবিপ্রবির ভাইস চ্যান্সেলর এর অনুমোদনক্রমে সংস্থাপন শাখার সহকারী রেজিস্ট্রার মোঃকবির সিকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ড. মোঃ ইখতিয়ার উদ্দিন রেজিস্টার এর অতিরিক্ত দায়িত্ব হতে অব্যাহতি চাওয়ায় তাঁকে ১জানুয়ারি ২০২৬ খ্রী. তারিখ পূর্বাহ্ন হতে অব্যাহতি প্রদান করাতে এ বিশ্ববিদ্যালয়ের কিটতত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমানকে রেজিস্টার এর অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হলো।

    এ পদের দায়িত্ব পালনে সূত্রে তিনি বিশ্ববিদ্যালয় আইন সংবিধান অভিধান দ্বারা নির্ধারিত এবং ভাইস চ্যান্সেলর কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করবেন। তিনি এ দায়িত্ব পালন সূত্রে বিধি মোতাবেক সুবিধাদি  প্রাপ্য হবেন। একই সাথে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য প্রফেসর ড. মোঃ ইখতিয়ার উদ্দিনকে ধন্যবাদ জ্ঞাপন করা হলো।  এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবেন। #

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শীতে বরগুনার ঝোপখালী চরে জমে উঠেছে পাখির প্রাণচাঞ্চল্য

    বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী এলাকায় অবস্থিত পাখির চর এখন পাখি ও প্রকৃতিপ্রেমীদের কাছে একটি অনন্য প্রাকৃতিক আশ্রয় হিসেবে পরিচিত।...