বাকেরগঞ্জ সংবাদ দাতা : বাকেরগঞ্জে লঞ্চঘাটের উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখায়েত হোসেন।
২ জানুয়ারি ২০২৬ ইং শুক্রবার উপজেলার দূর্গাপাশায় নব নির্মিত এ লঞ্চ ঘাটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা ড. এম সাখায়েত হোসেন বলেন, দুর্গাপাশা লঞ্চঘাট চালু হওয়ায় এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধান হবে। নদীনির্ভর এই জনপদের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। উদ্বোধন উপলক্ষে স্থানীয়দের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি আধুনিক লঞ্চঘাটের অভাবে তাদের দুর্ভোগ পোহাতে হতো। নতুন লঞ্চঘাটটি চালু হওয়ায় এখন নিরাপদ ও সহজে নদীপথে যাতায়াত করা সম্ভব হবে।
