আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। প্রকাশিত তালিকা অনুযায়ী, এই আসনে মোট ৬ জন প্রার্থী চূড়ান্তভাবে বৈধ ।
বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এতে অন্তর্ভুক্ত রয়েছেন। বৈধ প্রার্থীদের তালিকা:জমা দেওয়া মনোনয়নপত্র অনুযায়ী প্রার্থীরা হলেন—
১.জনাব করিম শিকদার (বাংলাদেশ জাসদ),
২.জনাব মো. আ: জলিল শরীফ (বাংলাদেশ জামায়াতে ইসলামী)
৩.মোঃ মাশরেকুল আজম রবি (জাতীয় পার্টি)।
৪.ডাঃ মোঃ রুস্তম আলী ফরাজী (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
৫.জনাব রুহুল আমীন দুলাল (বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি),
৬.জনাব মো. শামীম হামিদী (জাতীয় নাগরিক পার্টি)
প্রার্থীদের নাম, পিতা/স্বামীর নাম ও ঠিকানাসহ বিস্তারিত তথ্য জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই শেষে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে বিবেচিত হয়েছে, তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।” এদিকে প্রার্থীদের তালিকা প্রকাশের পর এলাকায় রাজনৈতিক তৎপরতা বেড়েছে। ভোটারদের মাঝে কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে—কে হবেন জনগণের প্রকৃত প্রতিনিধি? স্থানীয়দের প্রত্যাশা: সচেতন ভোটাররা বলছেন, “আমরা উন্নয়ন ও সৎ নেতৃত্ব চাই। অপরাধী, চাঁদাবাজ কিংবা দখলদারদের আর সংসদে দেখতে চাই না।”
