বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সমিতির সভাপতি এস এম সাদিকুর রহমান লিংকন নির্বাচনী তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ জানুয়ারি দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে।
২৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। মনোনয়নপত্রের সঙ্গে প্রত্যেক প্রার্থীকে এক কপি ছবি সংযুক্ত করতে হবে। ১ ফেব্রুয়ারি প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ২ ফেব্রুয়ারি দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।
এরপর ৩ ফেব্রুয়ারি দুপুর ২টায় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে প্যানেলভিত্তিক নির্বাচন নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি কোনো ধরনের পোস্টার, প্রচারপত্র, প্ল্যাকার্ড, মাইকিং, মিছিল কিংবা আইন পেশার মর্যাদাবিরোধী স্লোগান দেওয়া যাবে না।
এছাড়া নির্বাচনী বুথে মোবাইল ফোন ও ক্যামেরা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ভোটার ব্যতীত কেউ বুথে প্রবেশ করতে পারবে না। কোনো ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করলে নির্বাচন উপ-পরিষদ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।
