বেতাগী (বরগুনা) প্রতিনিধি : দেশের উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে দক্ষিণ ভোলানাথপুর দারুল উলূম মাদ্রাসায় হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের দারুল উলুম মাদ্রাসা মিলনায়তনে প্রতিষ্ঠানের আয়োজনে ২০২৪-২৫ শিক্ষাবষের্র শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ৩০০ শিক্ষার্থীকে ছবক দেওয়া হয়।
মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতী হাবীবুর রহমানের সভাপতিত্বে সবক প্রধান অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে সবক প্রদান করেন,দারুল ইসলাম মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম। দোয়া মোনাজাত করেন, আবাসিক নুরানি বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা সুলতান হোসেন।
এ সময় আলোচনায় অংশ গ্রহন করেন, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, মাদ্রাসার সহ-সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম। এসময় মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠে।
স্থানীয়রা জানায়, সমাজের পিছিয়ে পড়া শিশু এবং এতিমদের ধর্মীয় ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে উপজেলার সদর ইউনিয়নের নিভৃত পল্লী ইলম ও আলেমের বাতিঘর দক্ষিণ ভোলানাথপুর গ্রামে ২০০১ সালে বিশিস্ট সমাজ সেবক আলহাজ¦ গোলাম কুদ্দুছ দারুল উলূম মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। এখানে মাদ্রাসা কমপ্লেক্সের পাশাপাশি মসজিদ ও এতিমখানা রয়েছে। যেখানে ৫ শতাধিকের ও অধিক ছাত্র পড়াশুনা করছে।
