More

    আমতলীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মহিষের লড়াই

    অবশ্যই পরুন

    আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী মহিষের লড়াই খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৮টায় উপজেলার ৪নং হলদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের জগৎ চাঁদ বাড়ির দক্ষিণ পাশের বিলে এ খেলার আয়োজন করা হয়।

    স্থানীয় জি.এম প্যাদা, শাহজাদা তালুকদার, আরিফ গাজী, হেলাল খান ও ওবায়দুল প্যাদার আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় অংশ নেয় নিজাম হাওলাদার ও নজরুল মোল্লার মালিকানাধীন দুটি তেজী ও সুঠাম দেহের বলি মহিষ। মহিষ দুটির দুর্দান্ত লড়াই উপভোগ করতে দূর-দূরান্ত থেকে হাজারো দর্শক ভিড় জমায়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, শুরু থেকেই মহিষ দুটি একে অপরের ওপর প্রচণ্ড আক্রমণ চালায়। থেমে থেমে প্রায় ১০ মিনিট ধরে চলে শ্বাসরুদ্ধকর লড়াই। শেষ পর্যন্ত নিজাম হাওলাদারের বলি মহিষকে পরাজিত করে নজরুল মোল্লার বলি মহিষ বিজয়ী হয়। লড়াই শেষে শান্তিপূর্ণভাবে মালিকপক্ষ মহিষ দুটি নিয়ে বাড়ি ফিরে যায়।

    স্থানীয় প্রবীণরা জানান, একসময় গ্রাম বাংলার প্রায় প্রতিটি অঞ্চলেই মহিষের লড়াই একটি জনপ্রিয় বিনোদন ছিল। প্রতিযোগিতার আগে মহিষগুলোকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হতো, গায়ে সরিষার তেল মালিশ করা হতো এবং খাওয়ানো হতো পুষ্টিকর খাবার।

    তারা বলেন, এ ধরনের আয়োজন গ্রামীণ ইতিহাস ও সংস্কৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত এমন প্রতিযোগিতা আয়োজন করা হলে গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি তরুণ প্রজন্মের মাঝেও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে।

    এ বিষয়ে নজরুল মোল্লা বলেন, “হার-জিত বড় বিষয় নয়। শান্তিপূর্ণ পরিবেশে মহিষের লড়াই সম্পন্ন হয়েছে—এটাই আমাদের সাফল্য। সবাইকে আনন্দ দিতে পারাটাই আমাদের বিজয়।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কুয়াকাটা সৈকতে আবারও মৃত ডলফিন

    পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও একটি মৃত ডলফিন ভেসে এসেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে কুয়াকাটা সৈকতের পশ্চিম পাশের স্বপ্নরাজ্য পার্ক...