More

    বানারীপাড়ায় চির নিন্দ্রায় শায়িত জ্ঞানের বাঁতিঘর আব্দুল মান্নান মাষ্টার

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের সাবেক সহকারী শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় জ্ঞানের বাঁতিঘর আব্দুল মান্নান মাষ্টার (৮১) আর নেই। মঙ্গলবার (২০ জানুয়ারী) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।

    তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট ও কিডনি রোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুল মান্নান মাষ্টার বানারীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল ও উপজেলা সুজনের সভাপতি সাংবাদিক সোহেল মাহাবুবের বাবা।

    বুধবার (২১ জানুয়ারী) বাদ আসর মরহুমের এক সময়ের কর্মস্থল বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে জানাজা শেষে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে স্ত্রীর কবরের পাশে চির নিন্দ্রায় শায়িত করা হয়। জানাজায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ ( বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ করেন। এদিকে সর্বজন শ্রদ্ধেয় আব্দুল মান্নান মাষ্টারের মৃত্যুতে বরিশাল জেলা,বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

    প্রসঙ্গত,প্রয়াত শিক্ষাগুরু আব্দুল মান্নান মাষ্টার এমন একজন শিক্ষক ছিলেন যিনি তাঁর অসাধারণ জ্ঞান, নিষ্ঠা ও ভালোবাসার মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীর জীবনে গভীর ছাপ রেখে গেছেন। শুধু শ্রেণীকক্ষে নয় শিক্ষা, সমাজ বা জাতি গঠনে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর চলে যাওয়াতে শোকে স্তব্ধ শিক্ষক ও শিক্ষার্থীসহ নাগরিক সমাজ। শুধু শোকই নয় বরং তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয় সর্বস্তরের মানুষের পক্ষ থেকে।

    ব্যাক্তি জীবনে সদালাপী, মিষ্টভাষী সকলের প্রিয় ও পরম শ্রদ্ধেয় এ শিক্ষক যিনি পাঠ্যক্রমের বাইরেও জীবনে একজন শিক্ষিত, সুনাগরিক হয়ে গড়ে ওঠার শিক্ষা দিয়েছেন। তিনি শিক্ষার্থীদের মধ্যে ভালো মানুষ হওয়ার বীজ বপন, সহানুভূতিশীল ও সৎ হতে শিখিয়ে গেছেন। হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ও পথপ্রদর্শক আব্দুল মান্নান স্যারের রেখে যাওয়া কর্ম ও আদর্শ এই জনপদের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণা, তাঁর চিরবিদায়ে শিক্ষাঙ্গনে শোকের মাতম, অপূরনীয় ক্ষতি ও শূন্যতার সৃষ্টি হয়েছে।

    প্রকৃত অর্থে তিনি ছিলেন একজন অনন্য সাধারণ ব্যক্তিত্বসম্পন্ন ও ধর্মভীরু সাদা মনের মানুষ। তাঁর মৃত্যুতে বানারীপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। মহান আল্লাহ্ তাঁকে জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে অধিষ্ঠিত করুন এ দোয়া করেছেন সবাই।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালের বধ্যভূমি এলাকায় কলেজছাত্র ও তার বান্ধবীকে হয়রানি ও চাঁদা আদায়ের অভিযোগ

    বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ (বধ্যভূমি) এলাকায় এক কলেজছাত্র ও তার বান্ধবীকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়...